আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগের অফিসিয়াল ওয়েবসাইট www.jmlbd.org এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রোববার (৭ জুলাই) সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওয়েবসাইটটি উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সংগঠনের সভাপতি ডেইজি সারোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
“বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের প্রতিটি অঞ্চলকে বিশ্বসংযোগের আওতায় এনেছে। আজ গ্রামে বসেও বিশ্বের যেকোনো প্রান্তে যোগাযোগ সম্ভব—এটা হয়েছে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক নেতৃত্বের জন্য।”
তিনি বলেন,
“যুব মহিলা লীগের নিজস্ব ওয়েবসাইট চালুর মাধ্যমে একটি সংগঠিত ও তথ্যভিত্তিক কাঠামো গড়ে তোলার পথ সুগম হলো। প্রতিটি ইউনিটে ডাটাবেজ থাকবে—এটাই ডিজিটাল বাংলাদেশের বাস্তব রূপ।”
নারীর ক্ষমতায়ন ও সংগঠনের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে নারীর অগ্রগতির যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। যুব মহিলা লীগ সেই পথেই অবিচল থেকে আন্দোলন, সংগ্রাম ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
তিনি যুব মহিলা লীগের ডিজিটাল রূপান্তরের সফলতা কামনা করেন এবং ভবিষ্যত নেতৃত্বে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।