জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি।
গতকাল, ১৭ মার্চ রবিবার বিকেলে, ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উপ-কমিটির নেতৃবৃন্দ।
এই শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপ-কমিটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, এবং উপ-কমিটির সদস্য সচিব, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি। তাদের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।